চাঁদপুর

গীতিকার কবির বকুলের বাবা মোহাম্মদ আলীর জানাযা ও দাফন সম্পন্ন

প্রখ্যাত গীতিকার কবুর বকুল, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের পিতা প্রকৌশলী (অব.) আলহাজ্ব মোহাম্মদ আলীর জানাযা শুক্রবার (৯ জুন) রাতে চাঁদপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রাত ১০টায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযায় ইমামতি করেন বাসস্ট্যান্ড গৌর-এ-গরীবা জামে মসজিদের খতিব ও বাসস্ট্যান্ড মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ।

পরে শহরের বাসস্ট্যান্ড পৌর কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

নামাজে জানাযা পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, মরহুমের বড় ছেলে এন.এম. খান মুরাদ, জেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটা. মো. রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবু নাছের বাচ্চু পাটওয়ারী।

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম শাহীন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উল্যাহ সেলিম, শহর বিএনপির আহবায়ক আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, চাঁদপুর টাইমস সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েলসহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী।

বিকেলে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাসভবনে যান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ড. দীপু মনি এমপি, চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এদিকে মাছরাঙা টেলিভিশন ও দৈনিক প্রথম আলো’র চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক আলম পলাশের পিতা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, মরহুম প্রকৌশলী মোহাম্মদ আলী দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ঢাকায় উন্নতমানের চিকিৎসা নেন, শুক্রবার (৯ জুন) দুপুর ১ টা ২০ মিনিটে ইন্তেকাল করেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সম ১১: ৪০ পিএম , ৯ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share