চাঁদপুরের কচুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জহিরুল হক (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিহত হয়েছে। ১১ আগস্ট বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়া পেট্রোল পাম্প এলাকায় সানন্দপাড়া ব্রীজের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, পিপলকরা গ্রামের অধিবাসী চাঁদপুর জেলা পরিষদ ও কচুয়া উপজেলা প্রকৌশলী অফিসের সাবেক সহকারী প্রকৌশলী মো. জহিরুল হক কুমিল্লার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে অটো রিকশা করে জগতপুর বাজারে আসার পথে বিপরীতগামী অটোরিকশার সাথে ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বাদ মাগরিব জানাজা শেষে মরহুমের লাশ পিপলকরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী,১ ছেলেসহ বহুগুনগাহী রেখে গেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur