Home / চাঁদপুর / প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ অব্যাহত রাখতে হবে : জেলা প্রশাসক
প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ অব্যাহত রাখতে হবে : জেলা প্রশাসক

প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ অব্যাহত রাখতে হবে : জেলা প্রশাসক

আনোয়ারুল হক || আপডেট: ০৯:৩২ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। তিনি বলেন, “ঋণ নিয়ামাচার অনুযায়ী প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ অব্যাহত রাখতে হবে। তবে ঋণ আদায়ের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করে আদায়ের হার সন্তোষজনক পর্যায়ে উন্নীত করা যেতে পারে। স্বেচ্ছাখেলাপী এবং সমাজে প্রভাবশালী ব্যক্তিদের নতুন নতুন কৌশলের আশ্রয় নিয়ে সামাজিকভাবে চাপ প্রয়োগের মাধমে ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করা যেতে পারে।”

চাঁদপুর সোনালী ব্যাংক লি.-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোরশেদ আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান চাকমা, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, মতলব উত্তর নির্বাহী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, ব্র্যাক ব্যাংক লি. চাঁদপুর জেলা শাখার সিনিয়র অফিসার জাহিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র দাস, বিআরটিডি-এর উপ পরিচালক এসএম জুয়েল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খান মো. আবদুল হাই প্রমুখ।

এসময় বিভিন্ন ব্যাংকের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫