চাঁদপুর

প্রকৃত ইসলাম কখনো জঙ্গিবাদ হতে পারে না : এসপি শামসুন্নাহার

‘প্রকৃত ইসলামের কথা না বলে ইসলামের নাম ভাঙ্গিয়ে মানুষ হত্যা করছে। ভুল শিক্ষা দিয়ে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে। প্রকৃত ইসলাম কখনো জঙ্গিবাদ হতে পারে না।’
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর টেকনিক্যাল স্কুূল ও কলেজের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নার এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ‘বিশ্বের কাছে ইসলামকে হেয় প্রতিপন্ন করে জঙ্গি কার্যক্রম চালিয়ে পৃথিবীর বুকে প্রকৃত ইসলামকে ধবংস করা হচ্ছে। বাংলাদেশের সম্পদ নষ্ট করার জন্য ছাত্রদের দিয়ে জঙ্গিবাদ তৈরি হচ্ছে। প্রকৃত মুসলমান কখনো মানুষ হত্যা করতে পারে না। প্রত্যেক শিক্ষক, অভিভাবকদেরকে ছাত্র-ছাত্রীদের বিষয় সতর্ক থাকতে হবে। সন্তানরা কি করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘চাঁদপুরে সামাজিক কর্মকান্ড ও শিক্ষার হার দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। কারগরি শিক্ষায় পড়াশুনা করলে পাঠ্য পুস্তকের পাশাপাশি হাতে শিখার কাজ করা যায়। কারগরি শিক্ষায় শিক্ষিত ব্যাক্তি দেশ জাতির কাজে বিশেষ ভূমিকা রাখে। কারগরি শিক্ষার মাধ্যমে নিজের কর্মসংস্থানের সুযোগ লাভ করে।’
প্রতিষ্ঠানটির ড্রেসমেকিং ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর মো. এনায়েত রাব্বি ইয়াসিনের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অটোমোবাইল ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মো. মাহবুবুর রহমান, ড্রেস মেকিং ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মঞ্জুরুল হাসান তালুকদার, কম্পিউটার ট্রেডের শরিফুর রহমান, ইলেকট্রিক্যাল ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর মো. ফারুক হোসেন, অটোমোবাইল ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর এমরান হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাসির উদ্দিন, জাবেদ ঢালী। কোরআন তেলাওয়াত করেন আহমেদ হোসাইন।

এসময় কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক অভিবাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৭:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share