আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর তৃণমূল নেতৃবৃন্দ।
১০ জানুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে ইনসাফপূর্ণ আধুনিক চাঁদপুর বিনির্মানে করণীয় শীর্ষক আলোচনা সভায় তৃণমূল নেতাকর্মীদের বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান উপস্থিত দলটির শীর্ষ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।
তিনি বলেন, ‘বিএনপির মাধ্যমে ইসলামী মূল্যবোধ রক্ষা হবে। প্রকৃত ইসলাম ও একাত্তর বিরোধীদের দেশের মানুষ ভোট দিবে না। ইসলাম ও দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।’
এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী লায়ন হারুনুর রশিদ, চাঁদপুর-৫ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্ল্যা সেলিম, সহ দল দুটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশাহ, ধানমন্ডি জোন জমিয়তের আহবায়ক মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ, ফেনী জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাহের সাঈদ, যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, সমাজে সেবা সম্পাদক যুবনেতা মাওলানা ফাইয়াজ আব্দুল্লাহ, ছাত্র জমিয়তেরর কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি মাওলানা সাব্বির আহমদ। ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি কাউসার আহমাদ, জমিয়ত নেতা মাওলানা ফয়সাল বিন মাহফুজ, জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা মাজহারুল ইসলাম, সদস্য সচিব মাওলানা ইমরান সরকার, জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আশরাফ শাহিন, সদস্য সচিব নূরুল আমিন, মতলব উত্তর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাতেন মাজেীদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন।
শাহারাস্তি উপজেলা জমিয়তে সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আনোয়ার, মাওলানা ফরিদ মাওলানা মোয়াজ্জেম মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা রিয়াজ আহমেদ, মাওলানা ওসমান, মাওলানা তৈয়বুর রহমান, ছাত্র জমিয়ত মতলব উত্তর ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ আল আমিন, রাকিব হাসান, শাহাদাত হোসেন, নাজমুল হাসান প্রমুখ।
স্টাফ রিপোর্টার/
১০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur