চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজি চাপায় হাবিব উল্যাহ্ (৪) নামের শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) বিকালে পৌরসভাধীন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ কেন্দ্রীয় বাস র্টামিনালের মান্নান কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনি গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান জানান, দূর্ঘটনায় গুরুতর আহত শিশু হাবিব উল্যাহকে রবিবার বিকালে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়,হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কোল্ডস্টোরের সামনে সিএনজি দূর্ঘটনায় শিশুটি আহত হয়েছে বলে জানান, হাসপতালে নিয়ে আসা লোকজন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে এ্যাম্বুলেন্স যোগে কুমিল্লা নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি জানা নেই এবং এখন পর্যন্ত (শেষ খবর পাওয়া পর্যন্ত) কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ করেসপন্ডেট
১৭ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur