নিউজ ডেস্ক:
ভারতের রাজস্থানে এক ধর্ষককে হাতেনাতে ধরে জনসমক্ষে তার ‘বিচার’ করা হলো। শাস্তি হিসেবে যৌনাঙ্গ কেটে দেওয়া হলো তার।
শুক্রবার দুপুরে নির্জনতার সুযোগে একটি মেয়েকে গলির মধ্যে টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত সুরেশ কুমার (৪০)। মেয়েটির চিৎকার শুনে আশপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসে। হাতেনাতে ধরে ফেলে সুরেশকে। শুরু হয় বেদম মার। ঘণ্টাখানেক ধরে লাঠি দিয়ে মারতে মারতে তাকে ধরে পাশের মাংস কাটার দোকানে নিয়ে যাওয়া হয়।

সেখানেই মাংস কাটার ছুরি দিয়ে যৌনাঙ্গ কেটে দেওয়া হয় তার। এমনকি সুরেশের অণ্ডকোষও রাস্তার ওপর পড়ে যায়।
বারবার সাহায্যের জন্য চিৎকার করেও কোনো ফল হয় না। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু কারা এমন কাণ্ড ঘটালেন, বারবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি পুলিশ। তাদের বক্তব্য ছিল, ভুল কি ঠিক সেটা বিচার করার দায়িত্ব আদালতের। এ ভাবে আইন হাতে তুলে নেওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। তবে ক্ষুব্ধ জনতা এ কাজে লজ্জা বা ভয়কে দূরেই সরিয়ে রেখেছিল।
আমির ধাওয়ান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সম্প্রতি ভারতজুড়ে নারীদের ওপর নানা রকম অত্যাচারের ঘটনা ঘটছে। শুধু ধর্ষণই নয়, তার পর খুনও করা হচ্ছে তাদের। এ বার সময় এসেছে এ সব বন্ধ করার। এ ঘটনার পর ধর্ষকদের কাছে খুব কড়া বার্তা যাবে। এমন কাজ করলে শাস্তি পেতে হবে, এটা বুঝিয়ে দেওয়া দরকার তাদের।’
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur