Home / বিশেষ সংবাদ / প্যারিসে মুসলিম সম্মেলনে হঠাৎ নগ্ন নারীদের তুলকালাম কাণ্ড (ভিডিওসহ)
প্যারিসে মুসলিম সম্মেলনে হঠাৎ নগ্ন নারীদের তুলকালাম কাণ্ড

প্যারিসে মুসলিম সম্মেলনে হঠাৎ নগ্ন নারীদের তুলকালাম কাণ্ড (ভিডিওসহ)

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি মুসলিম সম্মেলন চলাকালে হঠাৎ ঢুকে পড়লেন নগ্নদেহের কয়েকজন নারী। এ সময় ওই নারীদের সাথে খারাপ আচরণও করা হয়। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। ওই নারীদের কোমর থেকে শরীরের অনাবৃত উর্ধাঙ্গে নানা ধরনের স্লোগান লেখা ছিল। তাদের জোর করে মঞ্চের নিচে নামানো হয়।

নারীদের আচরণে ক্রোধের বশে কেউ কেউ তাদের লাথিও মারেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়েছে। নারীবাদী ওই বিক্ষোভকারীদের বুকের ওপর লেখা ছিল- ‘নোবডি মেকস মি সাবমিট’। বিক্ষোভকারীরা ফেমিন নামের এক সংগঠনের সদস্য।

video..

নিউজ ডেস্ক ।। আপডেট : ১১:৫৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ