মায়ানমারের প্রথম ও বর্তমান রাষ্ট্রীয় উপদেষ্টা এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির নেত্রী অং সান সু চি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে। সম্প্রতি তার মেডিকেল চেকআপও করা হয়েছে। তার অসুস্থ হওয়ার একটি ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যম দ্য ইরাওয়াদ্দি খবরেও তার প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। তবে গণমাধ্যমে প্রচারিত এই খবরকে গুজব বলে দাবি করেছে মিয়ানমার।
গত মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র ইউ জাও হাতিয়ে হাতিয়ে বলেন, তিনি প্যারালাইসিসে আক্রান্ত না। তিনি খুব ভালোভাবেই তার দায়িত্ব পালন করছেন।
দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ের এই মুখপাত্র আরো বলেন, তিনি (অং সান সু চি ) ভালো আছেন। খুব সুন্দরভাবেই তিনি জীবন-যাপন করছেন।
সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হয়েছেন সু চি। যার কারণে ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে ভোট দিয়ে অং সান সু চি’র নাম অপসারণ করেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা।
রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চি’র বিরুদ্ধে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে সু চি’র ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়েছে। সেখানে সু চি পড়াশোনা করেছিলেন।( বিডি২৪লাইভ)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬:১৫ পিএম, ৪ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur