হাজীগঞ্জের প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস. এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ জুন সোমবার সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।
প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মুন্সীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন।
বিদ্যালয়ের ধর্মীয় সিনিয়র শিক্ষক মাও. মাঈনুদ্দিন মিয়াজীর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবাইর সৈয়দ, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য এস. এম মানিক, বিদ্যালয়ের বিদ্যুতসাহী সদস্য হানিফ মল্লিক, আজীবন দাতা সদস্য জাহাঙ্গীর হোসেন মুন্সী, জসিমউদ্দিন ও আব্দুল হাই বকাউল ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য সম্মানিত আজীবন দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে ৮৫ জন পরীক্ষার্থীর জন্য দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৩ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur