কচুয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়ে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আমিনুল হক মিয়াজি কচুয়া পৌরসভার প্যানেল মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার পৌরসভার কার্যলয়ে বিশেষ সভায় তাকে প্যানেল মেয়র হিসেবে কাউন্সিলরা ভোট দিয়ে নির্বাচিত করেন। এর আগে তিনি কাউন্সিলর থাকাকালীন এলাকার জনগুরুত্বপূর্ন উন্নয়ন কাজ তথা এলাকার মানুষের পাশে থেকে সেবা করে আসছেন। ভবিষ্যতেও ওয়ার্ডবাসীর সেবা করতে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে কচুয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় আমিনুল হক মিয়াজী গতকাল বৃহস্পতিবার ৮নং নব-নির্বাচিত কাউন্সিল মাসুদ আলম প্রধান তার নিজ কার্যালয়ে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur