জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শহরের ব্যাংক কলোনি মডার্ন শিশু একাডেমি মাঠে এ সম্মেলনের আয়োজন করে ১৫ নং ওয়ার্ড যুবদল।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম।
তিনি বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। উন্নয়নের কথা বলে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে।
প্রতিবাদ তো দূরের কথা দেশের মানুষ কথাও বলতে পারছে না। মামলা হামলা দমন পীড়ন চালানো হচ্ছে। আজ শুধু সরকার নয়, রাষ্ট্রসংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। তিনি যুবদলের নেতা কর্মীদের কে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা।
১৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সোহেল রানা বিল্লাল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মানিক, ১৫ নং ওয়ার্ড যুবদলের সমন্বয়কারী পারভেজ আলম রবিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, ১৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ আল আমিন খান।
দ্বি-বার্ষিক সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মোঃ ওমর ফারুক গাজী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মানিক মিজি, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বিল্লাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম পাটোয়ারী।
স্টাফ করেসপন্ডেট, ২০ ফেব্রুয়ারি ২০২৩