সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ মার্চ ২১ রমজান দক্ষিণ গুনরাজদী ও মধ্য ইছলী আহমদীয়া ঈদগা মাঠ সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোতালেব মোস্তান, মাসুদ আখন্দ, সদস্য আ: খালেক ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, যুগ্ন আহবায়ক রাজীব দাস, রফিকুল ইসলাম, সদস্য মোঃ মাসুদ গাজী।
১১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির ভূঁইয়ার সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা মামুন ভূঁইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন,খলিল হাওলাদার, রহমান তালুকদার,খোকন বেপারী, লিটন ঢালী, ইসমাইল খন্দকার, কাদের খলিফা, খোরশেদ গাজী, খায়ের খলিফা, সুমন পাটওয়ারী, রাজু তালুকদার, মেহেদী হাসান কাঁঠাল, শামীম, হাসনাত খলিফা,মোঃ আলম ভূঁইয়া, মোঃ হানিফ ভূঁইয়া, মোঃ হোসেন বেপারী, মোঃ মহাসিন ভূঁইয়া, আরিফ ভূঁইয়া সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, চাঁদপুর হাইমচর মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলি কাজ করার জন্য নেতাকর্মীকে আহ্বান করেন।
পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার জান্নাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২২ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur