চাঁদপুর পৌর বিএনপি সভাপতির খোঁজখবর নিলেন অ্যাড. শাহজাহান মিয়া
ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাঝির শারীরিক খোঁজ-খবর নিতে ছুটে গেছেন চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তিনি ঢাকায় হাসপাতালে গিয়ে আক্তার হোসেন মাঝির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এসএএম মিজানুর রহমান খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতা আবদুল কাদের ভূঁইয়া, চাঁদপুরের কৃতি সন্তান অ্যাড.মো:আলী।
নেতৃবৃন্দ আক্তার হোসেন মাঝীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক/
২১ নভেম্বর ২০২৫