চাঁদপুর

চাঁদপুরে ১০ নং ওয়ার্ড থেকেই নির্বাচিত হতে যাচ্ছেন পৌর পিতা

আগামী ২৯ মার্চ চাঁদপুর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর পৌরসভার নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনে মেয়র পদে প্রধান দুটি দলেরসহ ৩ জন প্রার্থীসহ ১৫টি ওয়ার্ডে কাউন্সিরর পদে ৮০ জন ও সংরক্ষরিত নারী কাউন্সিরর পদে ১৮ জন প্রার্থীসহ মোট ১০১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

১ মার্চ রোববার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে ৩ মেয়র প্রার্থীসহ প্রায় সকলের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার মো.হেলাল উদ্দিন।

জেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়:

মেয়র পদে চূড়ান্ত ভাবে ভোটের মাঠে লড়াইয়ে থাকা তিনজনই চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং ভোটার। তারা হলেন, বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো.শফিকুর রহমান ভূঁইয়া, আওয়ামী লীগ মনোননিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো.জিল্লুর রহমান জুয়েল এবং ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ও জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ বেলাল।

আজ মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে ৩ মেয়র প্রার্থীসহ মনোনয়ন বৈধ হয়ে সেখানে উপস্থিত তাদের দলের নেতা ও সমর্থকরা রস্য করে বলেন, তাহলে ১০ নং ওয়ার্ড থেকেই নির্বাচিত হচ্ছে চাঁদপুর পৌরসভার আগামী দিনের নগর পিতা। এসময় ৩ প্রার্থীই বিষয়টি খুশির সাথে উপভোগ করেন।

প্রসঙ্গত নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২ থেকে ৪ মার্চ যাচাই-বাছাইয়ে বাতিলকৃত প্রার্থীদের আপিলের সময়।

৮ মার্চ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ৯ মার্চ সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। চাঁদপুর পৌরসভার মেয়র পদ ব্যতিত ১৫টি সাধারণ ওয়ার্ড (পুরুষ) ও ৫টি সংরক্ষিত নারী ওয়ার্ড রয়েছে।

আশিক বিন রহিম,১ মার্চ ২০২০

Share