Home / জাতীয় / পৌর নির্বাচনে ২৩০ আসনে মেয়র পদপ্রার্থীদের প্রত্যয়নপত্র বিএনপির
পৌর নির্বাচনে ২৩০ আসনে মেয়র পদপ্রার্থীদের প্রত্যয়নপত্র বিএনপির

পৌর নির্বাচনে ২৩০ আসনে মেয়র পদপ্রার্থীদের প্রত্যয়নপত্র বিএনপির

দলীয় প্রতীকে আসন্ন পৌর নির্বাচনে ২৩০ আসনে মেয়র পদপ্রার্থীদের দলীয় প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার সারাদিন দলীয় প্রার্থী ও তাদের মনোনীত ব্যক্তিরা প্রত্যয়নপত্র স্বাক্ষর করে নিয়ে গেছেন।

এ ব্যাপারে দলের যুগ্ম-সাধারণ মহাসচিব মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘আমরা মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র সংশ্লিষ্টদের কাছে দিয়ে দিয়েছি। কয়েকটি আসনে শেষ মুর্হূতে মনোনয়ন নিয়ে কিছুটা কাজ বাকি আছে। আশা করছি রাতেই এগুলোর সমাধান হয়ে যাবে।

দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর, নাটোরের গোপালপুর, রাজবাড়ী পৌরসভা, জয়পুরহাটের আক্কেলপুর প্রভৃতি আসনে মনোনয়ন চূড়ান্ত করণের কাজ চলছে। বিএনপির তরফ থেকে কোনো তালিকা গণমাধ্যমকে সরবরাহ না করার ফলে তথ্য সংগ্রহে সংবাদকর্মীদের চরম দুর্ভোগে পড়তে হয়। সকাল থেকে তারা বিভিন্ন জন থেকে মনোনীত ব্যক্তিদের নাম সংগ্রহ করে। মনোনয়নের প্রত্যয়নপত্র দেওয়া শেষ হলেও সন্ধ্যার পর গুলশানের কার্যালয়ে কয়েকশ’কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখা গেছে।

এদিকে বিকালে গুলশান কার্যালয়ে সামনে নরসিংদীর মনোহরদী পৌরসভার মনোনয়ন পাওয়া প্রার্থী মাহমুদুল হক বিপক্ষ গ্রুপের হাতে অপদস্ত হওয়ার ঘটনা ঘটে। পরে অবশ্যই কয়েকজন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এর আগে দুপুরে রাজবাড়ী পৌর আসনে মনোনয়ন নিয়ে সাবেক সাংসদ আলী নেওয়াজ খৈয়ামের বিরুদ্ধে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা স্লোগান দেওয়ার ঘটনাও ঘটে।

ঢাকা বিভাগ :

ঢাকার ধামরাইয়ে দেওয়ান নাজিমউদ্দিন, গাজীপুরের শ্রীপুরে শহীদউল্লাহ শহিদ, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোশাররফ হোসেন, তারাবোতে নাসিরউদ্দিন, মানিকগঞ্জ পৌরসভায় নাসির উদ্দিন আহমেদ যাদু, সিংঘাইরে খুরশেদ আলম, মুন্সীগঞ্জ পৌরসভায় একেএম ইরাদাত মানু, মীরকাদিমে মো. শামসুর রহমান বিএনপির প্রতীক পেয়েছেন।

টাঙ্গাইল পৌরসভায় মাহমুদুল হক, মির্জাপুরে হযরত আলী মিয়া, ভুয়াপুরে আবদুল খালেক মন্ডল, সখীপুরে নাসিরউদ্দিন, গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, কালিহাতীতে আলী আকবর, ধনবাড়িতে এসএমএ সোবহান, মধুপুরে শহিদুল ইসলাম, রাজবাড়ীর গোয়ালন্দে আবুল কাশেম, পাংশায় চাঁদ আলী খান ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন। নরসিংদী পৌরসভায় সাইফুল ইসলাম, মাধবদীতে মো. ইলিয়াছ, মনোহরদীতে মাহমদুল হক বিএনপির প্রতীক পেয়েছেন। ফরিদপুরের নগরকান্দায় সাইফুল ইসলাম মুকুল, বোয়ালমারিতে আবদুস শুকুর, গোপালগঞ্জ পৌরসভায় তৌফিকুল ইসলাম, টুঙ্গিপাড়ায় মো. রাজু খান, শরীয়তপুর পৌরসভায় নাসিরউদ্দিন কালু, নড়িয়ায় সোহেল ব্যাপারী, ডামুড্যায় আলমগীর মাতবর, জাজিরা ইকবাল হোসেন, ভেদরগঞ্জে গোলাম মোস্তফা, মাদারীপুর পৌরসভায় মিজানুর রহমান মুরাদ, শিবচরে জাহাঙ্গীর কামাল ধানের শীষ প্রতীকে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন।

ময়মনসিংহ বিভাগ :

ময়মনসিংহের মুক্তাগাছায় শহিদুল ইসলাম, ত্রিশালে আমিনুল ইসলাম, ফুলপুরে আমিনুল হক, ঈশ্বরগঞ্জে ফিরোজ আহমেদ বুলু, শেরপুর পৌরসভায় আবদুর রাজ্জাক আশীষ, নালিতাবাড়ি আনোয়ার হোসেন, নখলায় মোখলেছুর রহমান, শ্রীবর্দীতে আবদুল হাকিম, গফরাগাঁওয়ে শাহ আবদুল্লাহ আল মামুন দলের মনোনয়ন পেয়েছেন। জামালপুর পৌরসভায় শাহ মো. ওয়ারেস আলী মামুন, ইসলামপুরে রেজাউল করীম, মাদারগঞ্জে মোশাররফ হোসেন তালুকদার, দেওয়ানগঞ্জে একেএম মুসা, মেলান্দহে হাজী দিদার পাশা, সরিষাবাড়িতে একেএম ফয়জুল কবির তালুকদার শাহিন, নেত্রকোণা পৌর সভায় এসএম মনিরুজ্জামান দুদু, মদনে মাশরিকুর রহমান, মোহনগঞ্জে মাহবুবুন নবী শেখ, দূর্গাপুরে মো. জামাল উদ্দিন, কেন্দুয়ায় শফিকুল ইসলাম বিএনপির প্রতীক পেয়ে মেয়র নির্বাচন করছেন।

রাজশাহী বিভাগ:

রাজশাহীর নওহাটায় শেখ মকবুল হোসেন, দুর্গাপুরে সাইদুর রহমান (মন্টু), কেশরহাটে আলাউদ্দিন আলো, তাহেরপুরে আবু নাঈম মো. সামছুর রহমান (মিন্টু), কাঁকনহাটে হাফিজুর রহমান, আড়ানীতে তোজাম্মেল হক, তানোরে মিজানুর রহমান মিজান, চারঘাটে জাকিরুল ইসলাম, মুণ্ডুমালায় ফিরোজ কবীর, গোদাগাড়ীতে আনোয়ারুল ইসলাম, আড়ানিতে তোজাম্মেল হক, ভবানীগঞ্জে আব্দুর রহমান প্রামানিক, তানোরে মিজানুর রহমান মিজান, কাটাখালীতে মাসুদ রানা, দুর্গাপুরে সাইদুর রহমান মন্টু, পুঠিয়ায় বাবুল হোসেন লাল্টু।

নাটোর পৌরসভায় শেখ ইমদাদুল হক আল-মামুন, নলডাঙ্গায় আব্বাছ আলী, গুরুদাসপুরে মশিউর রহমান বাবুল, বড়াইগ্রামে ইসাহাক আলী, সিংড়ায় শামীম আল রাজি মো. শিহানুর রহমান ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন। পাবনা পৌরসভায় নুর মোহাম্মদ মাছুম (বগা), ঈশ্বরদীতে মোকলেছুর রহমান (বাবলু), সাঁথিয়ায় সিরাজুল ইসলাম, সুজানগরে আজম আলী বিশ্বাস, চাটমোহরে আব্দুর রহিম কালু, ভাঙ্গুড়ায় মজিবর রহমান, ফরিদপুরে এনামুল হক বিএনপির প্রার্থী হচ্ছেন। সিরাজগঞ্জ পৌরসভায় মোকাদ্দেস আলী, শাহজাদপুরে নজরুল ইসলাম, উল্লাপাড়ায় বেলাল হোসেন, রায়গঞ্জে নুর সাঈদ সরকার, বেলকুচিতে আব্দুর রাজ্জাক মন্ডল, কাজীপুরে মাসুদ রায়হান মুকুল বিএনপির প্রার্থী হচ্ছেন। বগুড়া পৌরসভায় মাহবুবুর রহমান, শেরপুরে স্বাধীন কুন্ড, সারিয়াকান্দিতে টিপু সুলতান, গাবতলীতে সাইফুল ইসলাম, আদমদিঘীতে তোফাজ্জল হোসেন ভুট্টু, কাহালুতে আবদুল মান্নান ভাটা, ধুনটে আলীমউদ্দিন, নন্দীগ্রামে সুশান্ত কুমার শান্ত, শিবগঞ্জে আব্দুল মতিন ধানের শীষ প্রতীকে প্রত্যায়ন হয়েছেন।
চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শফিকুল ইসলাম, নাচোলে মো. কামারুজ্জামান, নওগাঁও পৌরসভায় নাজমুল হক সনি, নজিপুরে আনোয়ার হোসেন, মেহেরপুরের গাংনিতে ইনসারুল হক বিএনপির প্রতীক পেয়েছেন। জয়পুরহাট পৌরসভায় শামসুল হক, কালাইয়ে সাজ্জাদুর রহমান তালুকদার পাচ্ছেন ধানের শীষ প্রতীক।

রংপুর বিভাগ :

পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম পেয়েছেন বিএনপির প্রত্যয়নপত্র। রংপুরের বদরগঞ্জ পৌরসভায় পরিতোষ চন্দ্র চক্রবর্তী মেয়র পদে বিএনপির প্রার্থী হচ্ছেন। লালমনিরহাট পৌরসভায় আবদুল হালিম, পাটগ্রামে এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেলকে প্রত্যয়নপত্র দিয়েছেন শাহজাহান। গাইবান্ধা পৌরসভায় মো. শহিদুজ্জামান শহীদ, গোবিন্দগঞ্জে ফারুক আহম্মেদ, সুন্দরগঞ্জে মশিউর রহমান সবুজ বিএনপির প্রার্থী হচ্ছেন। কুড়িগ্রাম পৌরসভায় মো. নুরুল ইসলাম (নুরু), নাগেশ্বরীতে আদম আলী, উলিপুরে তারিক আবুল আলা চৌধুরী ধানের শীষ প্রতীকের প্রার্থী হচ্ছেন। ঠাকুরগাঁওয়ে মির্জা ফয়সাল আমিন, পীরগঞ্জে রাজিউর রহমান রাজু, রাণীশংকৈলে শাহজাহান আলী ধানের শীষ প্রতীক পেয়ে বিএনপির প্রার্থী হচ্ছেন। দিনাজপুর পৌরসভায় জাহাঙ্গীর আলম, ফুলবাড়িতে সাহাদাত আলী, বীরগঞ্জে আমিরুল বাহার, বিরামপুরে আশরাফ আলী মন্ডল, হাকিমপুরে শওকত হোসেন শিল্পী, নীলফামারীর সৈয়দপুরে আমজাদ হোসেন সরকার, জলঢাকায় ফাহমিদ ফয়সাল চৌধুরী দলীয় প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

খুলনা বিভাগ :

খুলনার চালনায় শেখ আবদুল মান্নান, সাতক্ষীরা পৌরসভায় তাসকির আহমেদ, কলারোয়ায় আখতারুল ইসলাম প্রত্যায়ন পেয়েছেন বিএনপির। চুয়াডাঙ্গা পৌরসভায় খন্দকার আবদুল জব্বার, দর্শনায় মহিদুল ইসলাম, জীবননগরে নওয়াব আলী, আলমডাঙ্গায় মীর মহিউদ্দিন, ঝিনাইদহের কোটচাঁদপুরে একেএম সালেহউদ্দিন বুলবুল, মহেশপুরে নাজিবুদ্দৌলা, হরিনাকুন্ডে জিন্নাতুল হক, শৈলকুপায় খলিলুল রহমান, কুষ্টিয়া পৌরসভায় কুতুব উদ্দিন আহমেদ, মিরপুরে আব্দুল আজিজ খান, কুমারখালীতে তরিকুল ইসলাম, খোকসায় রাজু আহমেদ ধানের শীষ প্রতীকে প্রত্যায়ন পেয়েছেন। যশোরের পৌরসভায় মারুফুল ইসলাম, নোয়াপাড়ায় রবিউল হোসেন, মনিরামপুরে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, বাঘারপাড়ায় আব্দুল হাই মনা, চৌগাছায় সেলিম রেজা আউলিয়া, কেশবপুরে সামাদ বিশ্বাস, মাগুড়া পৌর সভায় ইকবাল আখতার খান, নড়াইল পৌরসভায় জুলফিকার আলী, কালিয়ায় এসএম ওয়াহিদুজ্জামান আলীকে প্রত্যয়ন দিয়েছে বিএনপি।

বরিশাল বিভাগ :

বরিশালের মেহেন্দিগঞ্জে গিয়াসউদ্দিন দীপেন, বাকেরগঞ্জের মতিউর রহমান মোল্লা, উজিরপুরে শহীদুল ইসলাম, ঝালকাঠির নলছিটির মুজিবুর রহমান, পিরোজপুর পৌরসভায় আবদুর রাজ্জাক মুনাম, স্বরূপকাঠিতে শফিকুল ইসলাম ফরিদ, বরগুনা বেতাগীতে হুমায়ুন কবির, পাথরঘাটায় মল্লিক মো. আইয়ুব, পটুয়াখালীর কলাপাড়া আবদুল আজিজ মুন্সী, ভোলা পৌরসভায় হারুনুর রশীদ, বোরহানউদ্দিনের মনিরুজ্জমান, দৌলতখানে আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগ :

চট্টগ্রামের সন্দ্বীপে আজমত আলী বাহাদুর, বাঁশখালীতে কামরুল ইসলাম হোসাইনি, সাতকানিয়ায় রফিকুল আলম, মীরসরাইয়ে রফিকুল ইসলাম পারভেজ, রাউজানে আবদুল্লাহ আল হাসান, বারইয়ারহাটে মাইনুদ্দিন লিটন, রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন, সীতাকুন্ডের আবল মনসুর, পটিয়ায় তহিদুল আলম বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয়ন পেয়েছেন।

খাগড়াছড়ি পৌরসভায় আবদুল মালেক, মাটিরাঙ্গায় বাদশা মিয়া, বান্দরবান পৌরসভায় জাবেদ রাজা, লামায় আমির হোসেন, রাঙামাটি পৌরসভায় সাইফুল ইসলাম ভুট্টো প্রত্যয়ন দিয়েছে বিএনপি। কুমিল্লার দাউদকান্দিতে টিএমআই খলিল, চৌদ্দগ্রামের নয়ন বাঙালি, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় আব্দুল মান্নান খান, ছেংগার চরে সারোয়ারুর আবেদীন, ফরিদগঞ্জের মো. হারুন অর রশিদ, কচুয়া পৌরসভায় হুমায়ুনর কবির প্রধান, মতলবের এনামুল হক বাদল, ব্রাক্ষবাড়ীয়ায় আখাউড়ায় বিএনপির প্রতীক পেয়েছেন।

নোয়াখালী পৌরসভায় হারুনুর রশীদ আজাদ, হাতিয়ায় কাজী আবদুর রহিম, চাটখিলে মোস্তফা কামাল, চৌহমনীতে হারুনুর রশীদ হারুন, বসুরহাটে কামাল আহমেদ চৌধুরী, ফেনী পৌরসভায় ফজলুর রহমান বকুল, দাঁগনভুইয়ায় কাজী সাইফুর রহমান স্বপন, পরশুরামে মুস্তাহিদুল ইসলাম মাসুদ, লক্ষীপুরের রামগঞ্জে রুম্মন পাটোয়ারি, রামগতিতে সাহেদ আলী পটু, রায়পুরে এসএম জিলানি বিএনপির প্রতীকে মেয়র নির্বাচনে মনোনয়ন পেয়েছেন।

সিলেট বিভাগ :

সিলেটের জকিগঞ্জে বদরুল হক বাদল, কানাইঘাটে আবদুর রহিম, গোলাপগঞ্জে শাহীন চৌধুরী, সুনামগঞ্জের পৌরসভায় অধ্যক্ষ সেরিগুন, ছাতকে শামসুর রহমান, দিরাইয়ে মাইনুদ্দিন চৌধুরী, জগন্নাথপুরে রাজু আহমেদ, মৌলভীবাজার পৌরসভায় অলিউর রহমান অলি, কমলগঞ্জে আবু ইব্রাহিম জমসের, কুলাউড়ায় কামালউদ্দিন আহমেদ, বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভায় জি কে গউস, নবীগঞ্জে সাবেরুল হক, মাধবপুরে হাবিবুর রহমান মানিক, শায়েস্তাগঞ্জে ফরিদ আহমেদ আলিম, চুনারুঘাটে নাজিমউদ্দিন সামসু বিএনপির প্রতীক ধানের শীষ পেয়েছেন। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি(কাজী জাফর) কুষ্টিয়ার ভেড়ামারায় মহিউদ্দিন বানাত প্রত্যয়নপত্র দেওয়া হয়। এছাড়াও চট্টগ্রামের চান্দানাইশের লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) আসনটি ছেড়ে দেওয়া হয়।

নিউজ ডেস্ক || আপডেট: ১০:১৯ পিএম,০২ ডিসেম্বর ২০১৫, বুধবার

এমআরআর