Home / জাতীয় / পৌর নির্বাচনে আওয়ামী লীগ ১৮, বিএনপি ৩ ও অন্যান্য ২
পৌর নির্বাচনে

পৌর নির্বাচনে আওয়ামী লীগ ১৮, বিএনপি ৩ ও অন্যান্য ২

প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা ১৮টি পৌরসভায় জয় পেয়েছেন। এছাড়াও ৩টি পৌরসভায় জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর বিএনপি জয়ী হয়েছে দুটি পৌরসভায়।এছাড়াও একটি পৌরসভায় প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের তথ্যানুযায়ী পঞ্চগড় সদর, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজশাহীর কাটাখালি, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা সদর, বরগুনার বেতাগী, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা ও চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

এদিকে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সফল হয়েছে। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

দিনাজপুর :
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন ৭ হাজার ৭ ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম মুর্তজা সরকার মানিক ভোট পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট ।

এছাড়া আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খাজা মইন উদ্দীন (নৌকা ) পেয়েছেন ৩ হাজার ৪ শত ৬০ ভোট , বিএনপি মনোনিত প্রার্থী সাহাজুল ইসলাম ( ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট ।

মানিকগঞ্জ :
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো: রমজান আলী ৩১ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৩৪ ভোট।

পাবনা :
পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৮৪২ ভোট।

বরগুনা :
বরগুনার বেতাগী পৌরসভা টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবির। তিনি পেয়েছেন ৬ হাজার ১০২ দুই ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী হুমায়ুন কবীর মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫০৯ ভোট।

কুড়িগ্রাম :
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. কাজিউল ইসলাম নৌকা প্রতীকে ১৯ হাজার ৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. শফিকুল ইসলাম বেবু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৯৩ ভোট। এছাড়াও বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল মজিদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৮ ভোট। এদিকে আওয়ামীলীগের বহিস্কৃত প্রার্থী মো. সাইদুল হাসান দুলাল জগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট।

মৌলভীবাজার :
মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৮৯। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৪ ভোট।

চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গা পৌরসভায় জাহাঙ্গীর আলম মালিক খোকন নৌকা প্রতীকে ৩৩ টি কেন্দ্রের মধ্যে ৩২টি ফলাফলে পেয়েছেন ২২ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মালিক মোবাইল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৫৭ ভোট।

কুয়াকাটা :
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩৩৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট।

বরিশাল:
বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী ৫৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সহিদুল ইসলাম পেয়েছেন ৭৬৫ ভোট।
একই জেলার বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া ৭ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাখা প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট।

নেত্রকোনা
নেত্রকোনার মদন পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম ৩ হাজার ১শ ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের জগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮শ ৬৯ ভোট। পৌরসভায় মোট ১২ হাজার ৮শ ৪১ ভোটের মধ্যে ৯ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত ও সাধারণ আসন মিলিয়ে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ২নাম্বার ওয়ার্ডে হক্কু মিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

রাজশাহী :
রাজশাহীর কাটাখলি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ এবং পুঠিয়ায় বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কাটাখালি পৌরসভায় আব্বাস আলী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬ হাজার ১৬৫ ভোট।

পুঠিয়ায় পৌরসভায় বিএনপির প্রার্থী আল মামুন খান ৫৯২০ ভোট পেয়ে ৭৬২ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ প্রার্থী বর্তমন মেয়র রবিউল ইসলাম পেয়েছেন ৫১৬০ ভোট।

সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী নৌকা প্রতীকে ২৯০৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মাহমুদুল হাসান সজল পেয়েছেন ১৮৬৭ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার ইমরান হাত পাখা প্রতীকে পেয়েছে ১০৮৭ ভোট।

সুনামগঞ্জ :
সুনামগঞ্জ দিরাই পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায় ৫ হাজার ৯১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোশরফ মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট।

ঢাকা:
ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লা ২৩ হাজার ১১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী নজিমুদ্দিন মঞ্জু পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট।

কুষ্টিয়া:
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলাম তারিক । ৯টি ভোট কেন্দ্রের ফলাফলে তরিকুল ইসলাম ৯৩২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী (ধানের শীষ) নাফিজ আহমেদ পেয়েছেন ১৫৮৩ ভোট ।

পঞ্চগড়
পঞ্চগড় পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন জাকিয়া খাতুন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানেরশীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট। জাগপা প্রার্থী শাহরিয়ার আলম বিপ্লব হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট।

রংপুর
রংপুর বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী টুটুল নৌকা প্রতীকে ৯ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রর্থী অধ্যাপক আজিজুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে ৪ হাজার ৪৭৮ ভোট।

সীতাকুণ্ড :
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদিউল আলম নৌকা প্রতীকে ১০ হাজার ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী আবুল মনছুর পেয়েছেন ৩ হাজার ৩০ ভোট।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বহিস্কৃত প্রার্থী ইকরামুল হক নারিকেল প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ১৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কশিরুল আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট।

বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭১৪ ভোট। আর বিএনপির বহিস্কৃত প্রার্থী জয়নাল আবেদনি জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯৪ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তৈয়ব আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২২ ভোট ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান হাতপাখা নিয়ে পেয়েছেন ১৪৩ ভোট।

হবিগঞ্জ :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এম এফ আহমেদ অলি। তিনি ভোট পেয়েছেন ৪০৪১টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ মাসুদউজ্জামান মাসুক নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট।

এছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বর্তনান মেয়র মো. ছালেক মিয়া নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৯৯ ভোট, ফজল উদ্দিন তালুকদার চামচ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫১০ ভোট, জগ প্রতীকে মো.আবুল কাশেম পেয়েছেন ১ হাজার ৪৩০ ভোট, মোবাইল ফোন প্রতীকে ইমদাদুল ইসলাম পেয়েছেন ৫শ ২২ ভোট।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৯ ডিসেম্বর ২০২০