বিএনপি মনোনীত প্রার্থী মারা যাওয়ার কারণে স্থগিত রয়েছে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। সম্প্রতি এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক জল্পনা কল্পনা ও পৌরবাসীর অপ্রস্তুতির বিষয়ে সংবাদ প্রকাশের একদিনের মাথায় পৌর নির্বাচনের সম্ভাব্য তারিখ নতুন খবর দিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।
২৩ আগস্ট রোববার ইসির কমিশন সভা শেষে সাংবাদিকদের জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে চাঁদপুর পৌরসভা নির্বাচন হতে পারে। যেহেতু এটি স্থগিত ছিল, এটি অক্টোবরের মাঝামাঝি হতে পারে। তবে এটি এখনও চূড়ান্ত নয়। কমিশন এ সংক্রান্ত অনুমোদন করলে এটি সম্ভবত অক্টোবরের প্রথম সপ্তাহে হবে।’
এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শুরু হয়। সভায় ঢাকা-৫ ও নওগাঁ-৬, পাবনা-৪ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর আর পাবনা-৪ আসনে উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ।
এদিকে চাঁদপুর পৌরসভা নির্বাচনের এখনো উপযুক্ত সময় হয়নি বলে মনে করছেন সচেতন পৌরবাসী। মহামারী করোনা ভাইরাস, বন্যা ও বৃষ্টিতে শহরজুড়ে জলাবদ্ধতার কারনে পৌরসভার নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছেন পৌরবাসী। সামনে সম্ভাব্য এইচএসসি পরীক্ষাসহ একাধিক ইস্যুতে পৌর নির্বাচন জানুয়ারিতে হতে পারে বলে ভোটার ও প্রার্থীদের মাঝে একটি চাউর রয়েছে।
এদিকে প্রতিনিয়ত চাঁদপুরে করোনা পরিস্থিতিতে বাড়ছে শনাক্তের হার এ রিপোর্ট লিখা পর্যন্ত চাঁদপুরে ২০৮৬ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া জেলায় এ পর্যন্ত ৭৬জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। করোনা পরিস্থিতিতে চাঁদপুর পৌরসভা নির্বাচন পিছিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন পৌরবাসী। না হলে নির্বাচনকে ঘিরে মানুষের ভিড়ে করোনাভাইরাস আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ জানান, আমরা প্রতিদিন চাঁদপুরের করোনা রিপোর্ট ন্যাশনাল টেকনিক্যাল কমিটিকে জানাই। বর্তামানে আগের তুলনায় চাঁদপুরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তিনি চাঁদপুর পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, করেনো পরিস্থিতিতে নির্বাচন হলে অবশ্যই সামাজিক দূরুত্ব বজায় রাখতে হবে। না হলে করোনা সংক্রামন বাড়ার সম্ভাবনা থাকবে। এ পরিস্থিতিতে নির্বাচনের বিষয়টি ন্যাশনাল টেকনিক্যাল কমিটির বিষয়। তারাই যাচাই বাছাই করে থাকে।
নামপ্রকাশে অনিচ্ছুক পৌর ১১নং ওয়ার্ডের একজন জানান, বর্তমান সময়টা খুব খারাপ যাচ্ছে। একদিকে করোনাভাইরাস, বন্যা, বৃষ্টি শুরু হয়েছে। সবকিছু সমাথায় রেখেই পৌরসভার নির্বাচন দেওয়া উচিত। ঝুৃঁকি নিয়ে কোন কিছুই করা ঠিক হবে না। আরো পড়ুন- আ.লীগে স্বস্তি থাকলেও বিএনপির মাঝে চলছে আলোচনা-সমালোচনা
এর আগে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে গত ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মার্চ হতে যাওয়া চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ১৩ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি-২০ অনুসারে মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করা হলো।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ নির্বাচনে তফসিল ঘোষণার পর শুধু মেয়র প্রার্থীরা মনোনয়ন ফরম নিতে পারবেন। অন্যান্য পদে আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই প্রার্থী থাকবেন। আরো পড়ুন-দুর্যোগে চাঁদপুর পৌর নির্বাচনের জন্যে অপ্রস্তুত ভোটাররা
স্টাফ করেসপন্ডেন্ট, ২৩ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur