বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে সোমবার (৩ জুলাই) সকাল ১১ টায় থেকে ১২ পর্যন্ত চাঁদপুর পৌরসভা প্রাঙ্গনে কর্মবিরতি কর্মসূচি পালন করে।
চট্টগ্রাম বিভাগীয় অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্ব ও চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদারের পরিচালনায়, বক্তব্য রাখেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান, হিসাব রক্ষক মো. আবুল হাশেম, বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দনাথ ঘোষ চন্দন, লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেন, প্রধান সহকারী মো. জিল্লুর রহমান, বিভাগীয় প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রাসেল, বিভাগীয় সহ-প্রচার সম্পাদক আবুল খায়ের মনু, আদায়কারী মো. শাহজাহান মিয়া, সহকারী কর আদায়কারী নয়ন রঞ্জন দাস, সাজ্জাদ ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশান সরকারি কোষাগার থেকে দিতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাবো।
প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ১৯ পিএম, ৩ জুলাই ২০১৭, সোমবার strong>
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur