ফরিদগঞ্জ পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের বাজারের অংশে মার্কেন্টাইল ব্যাংকের সামনের অংশে দির্ঘদিন বেহাল অবস্থা বিরাজ করছে। পর পর তিন মেয়রের সময়কাল অতিবাহিত হয়ে চললেও এই সড়ক অংশের কোন উন্নয়ন হয়নি।

প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন ও পায়ে হাটা মানুষগুলো চলাচলে চরম বেকায়দায় পড়তে হচ্ছে। একটু বৃষ্টি হলেই কাঁদা পানিতে সয়লাব হয়ে পড়ে। বিগত দুই মেয়রের সময়কালে একাধিকবার খোঁড়া-খঁড়ি করেও জলাবদ্ধাতার স্থায়ী নিরসন করতে পারেনি।

বর্তমান মেয়রের সময়েও একই অবস্থা চলছে। সড়কের এ অংশের জলাবদ্ধাতার স্থায়ী সমাধান পূর্বক নির্বিঘ্ন চলাচলে পৌর মেয়রের প্রতি জোর দাবী জানায় ঐ পথে চলাচলকারীরা।

পরিকল্পনা মাফিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে এ অংশের জলাবদ্ধার স্থায়ী সমাধান করা সম্ভব। কেননা একেবারেই কাছে রয়েছে ডাকাতিয়া নদী । নদীর সাথে ড্রেন সংযোগ করে দেওয়া যেতে পারে।

এ বিষয় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আবুল খায়ের পাটওয়ারী  সড়কে  ভোগান্তির বিষয়ে সত্যতা স্বীকার করে জানান,  আমি খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ২৫ জুলাই ২০২১

Share