‘আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো চিরবন্ধনে অটুট’ এ স্লোগান চাঁদপুর ঐতিহ্যবাসী ক্লাব ভাই ভাই স্পোটিং ক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উৎসবে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভাই ভাই ক্লাব সংলগ্ন পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, একটি ক্লাবের ৪০ বছর পূর্তি তা অনেক বড় বিষয়। ভাই ভাই ক্লাবটি ঐতিহ্যবাহী ক্লাব। একটি ক্লাবের ৪০ বছরের ইতিহাস যা বিরাট বিষয়। যা অন্য কোন ক্লাবের নেই। আমাদের খেলার মাঠের অভাব রয়েছে। ভাই ভাই ক্লাব সৌভাগ্যবান এরকম একটি মাঠ পেয়েছে। এ খেলার সফল ভাবে শেষ হবে। এ ক্লাবের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।
তিনি আরো বলেন, শিশুদের তাদের খেলার জায়গাটুকু আমরা দিতে পারিনি। খেলার জায়গা না থাকায় শিশুরা বাসায় থেকে মোবাইল ও কম্পিউটারে গেমস খেলে চোখ নষ্ট করে ফেলছে। পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করবো প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার জায়গার ব্যবস্থা করা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ভাই ভাই স্পোটিং ক্লালের সহ-সভাপতি মোহাম্মদ আলী মাঝি।
রুবি জয়ন্তী উৎসবের ফুটবল উপ কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার গ্যালাক্সী রিসােটের ব্যবস্থাপনা পরিচালক রোটা. মনিরুল ইসলাম হিমেল, ব্যাংক এশিয়া হাজীগঞ্জ শাখার এডিপি এন্ড হেড অব ব্রাঞ্চ সঞ্জয় দাস (সুমন)।
ভাই ভাই স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদ সাংবাদিক শাওন পাটওয়ারী পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মো. মালেক শেখ, মো. মামুনুর রহমান দোলন, ভাই ভাই স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান বাদল, ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল মজিদ খান, পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামল হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন তালুকদার, রুবি জয়ন্তী উৎসবের ফুটবল উপ কমিটির সদস্য সচিব মো. সোহেল হোসেন হজু, সমন্বয়ক মো. আজিজুল হাকিম মামুন, রুবি জয়ন্তী উৎসবের আইন শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম হাওলাদারসহ আরো অনেকে।
খেলার উদ্বোধনের পূর্বে বিশেষ অতিথি ভাই ভাই স্পোটিং ক্লাবের উপদেষ্টা কক্সবাজার গ্যালাক্সী রিসােটের ব্যবস্থাপনা পরিচালক রোটা. মনিরুল ইসলাম হিমেল জাতীয় টুরিজম অ্যাওয়ার্ড লাভ করায় তাকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল মালা পড়িয়ে সংবর্ধন প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
উল্লেখ, ভাই ভাই স্পোটিং ক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উৎসবের ফুটবল টুর্নামেন্টে ৬টি দল অংশ নিবে। দলগুলো হলো- বন্ধু মহল ক্রীড়া চক্র, লায়ন স্পোটিং ক্লাব নিতাইগঞ্জ, ষ্টার স্পোটিং ক্লাব, চাঁদপুর কিশোর ফুটবল এক্ডেমী, মেরকাটিজ রোড একাদশ ও নাইন বুলেট ক্রীড়া চক্র।
উদ্বোধনী খেলায় অংশ নেন লায়ন স্পোটিং ক্লাব নিতাইগঞ্জ বনাম বন্ধু মহল ক্রীড়া চক্র। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মাসুম, নূরে আলম নয়ন ও মাসুম বেপারী।
স্টাফ করেসপন্ডেট,২৬ ফেব্রুয়ারি ২০২১