Home / জাতীয় / রাজনীতি / পৌরনির্বাচনে বিএনপির ৮০ ভাগ প্রার্থীই জিতবে
পৌরনির্বাচনে বিএনপির ৮০ ভাগ প্রার্থীই জিতবে

পৌরনির্বাচনে বিএনপির ৮০ ভাগ প্রার্থীই জিতবে

আসন্ন পৌরনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপির শতকরা ৮০ ভাগ প্রার্থী জিতবে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার সকালে রাজধানী শেরে বাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামাধিস্থলে ফলের শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।

গয়েশ্বর বলেন, ‘পৌরনির্বাচনে জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে বিএনপির শতকরা ৮০টি প্রার্থী বিজয়ী হবে। অন্যথায় শূন্য আসন পাবে।’

বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের অনেকেই নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করেন কি না- এই প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ‘নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করাটাই আওয়ামী লীগের আচারণবিধি।’

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকে বিএনপি কীভাবে দেখছে- এই প্রশ্নের প্রতিক্রিয়ায়তিনি বলেন, ‘পৌরনির্বাচন আন্দোলনের একটি অংশ।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী সদস্য ড. মঈন খান বলেন, ‘‘বর্তমান নির্বাচন কমিশন সরকারের নির্দেশ ছাড়া চলে না। এরপরও বিএনপি গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দল বলেই পৌরনির্বানে অংশগ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে পারে না। এই কারণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই সরকারের কাছে আমরা আবারও নির্বাচন কমিশন পূণর্গঠনের দাবি জানাচ্ছি।’

আয়োজক সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদসহ এসময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৫০ পিএম,০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

এমআরআর