ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চাঁদপুর জেলা কারাগারে বন্দি ৩৩ জন কয়েদি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের বিশেষ এই ব্যবস্থায় তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
চাঁদপুর জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এই তালিকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পাশাপাশি কারাবন্দিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা জানান, নিবন্ধনের নির্ধারিত সময় পর্যন্ত কারাগারে মোট ৬৫০ জন কয়েদি থাকলেও তাদের মধ্যে ৩৩ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২ জন নারী কয়েদি।
ভোটারদের এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আবেদনকারী ৩৩ জনের মধ্যে ২৫ জনই চাঁদপুরের বিভিন্ন সংসদীয় আসনের ভোটার। বাকি ৮ জন দেশের অন্যান্য জেলার ভোটার হিসেবে নিবন্ধিত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নিজস্ব প্রতিবেদক/
৩০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur