মতলব উত্তর

মতলব উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সোমবার (২২ আগস্ট) রাজস্ব বাজেটের আওতায় বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্লাবনভুমি/প্রাতিষ্ঠানিক পুকুর/জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালকের দপ্তর চট্রগ্রাম এর প্রতিনিধি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নীলাবতী সিংহ চৌধুরী ।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম,উপজেলা মৎস্য বিভাগের অফিস সহকারী মো. মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী মো. তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রাজস্ব বাজেটের আওতায় উপজেলার চরমাছুয়া প্লাবনভুমি, উপজেলা পরিষদ পুকুর, দুর্গাপুর আশ্রায়ন প্রকল্প পুকুর ও চরকালিয়া আশ্রায়ন প্রকল্প পুকুরে মোট এ ৪ জায়গায় বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্লাবনভুমি/প্রাতিষ্ঠানিক পুকুর/উন্মুক্ত জলাশয়ে ৩শ’৪৮ কেজি রুই, কাতল, মৃগেল, কালি বাউসসহ বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

মতলব উত্তর করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৪:০৮ পিএম, ২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share