মতলব দক্ষিণ

ঢাকিরগাঁওয়ে শত বছরের পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টা

মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামে শত বছরের পৈত্রিক সম্পত্তি জবরদখল করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরনে জানা যায়, , ঢাকিরগাঁও মৌজার ৫৬ শতাংশ এবং সাবেক দাগ ২৬৮ হাল ৪০৫ দাগে ৩১.০৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করছে ঢাকিরগাঁও গ্রামের পৈলন খান, তার ছেলে হালিম খান, ভাতিজা সুমন খান গংরা।

সম্পত্তির পৈত্রিক সূত্রে মালিক বলে দাবি করছেন ঢাকিরগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফ মুন্সির ছেলে মো. সিরাজুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, মো. লেয়াকত আলী ও মো. হান্নান।

মোখলেছুর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ আমরা এ সম্পত্তি ভোগদখলে রয়েছি এবং চাষাবাদ করছি। এলাকার ‘ভূমিদস্যু’ পৈলন খান এবং তার ছেলে মাদক ব্যবসায়ী হালিম খান, তার ভাতিজা সুমন খানসহ অন্যান্যরা দির্ঘদীন যাবৎ আমাদের শত বছরের ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। গত ২০ রমজান রাতের আধারে ঘর উত্তোলন ও জায়গা দখলের চেষ্টা করে।

এদিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা থাকায় আমাদের পৈত্রিক সম্পত্তি জবরদখল করারর চেষ্টা করেও ব্যর্থ হয়।

সম্পত্তির অপর মালিক সিরাজুল ইসলাম জানান, সম্পত্তি জবরদখল করতে না পেরে ‘ভূমিদস্যুরা’ আমাদের পরিবার পরিজনদেরকে নানা ধরণের ভয়ভিতী ও হুমকি-ধমকি দিচ্ছে। বর্তমানে আমরা তাদের হুমকিতে ভয় ও আতঙ্কের মধ্যে বসবাস করছি।

এ ব্যাপারে প্রতিপক্ষ পৈলন খানসহ অন্যান্যদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব
আপডেট,বাংলাদেশ সময় ০৯ : ৪৫ এএম, ১ জুলাই ২০১৭,শনিবার
এইউ

Share