Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / পেশা হারালে ইতিহাস হারাবে : ইউএনও
পেশা

পেশা হারালে ইতিহাস হারাবে : ইউএনও

বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) বিল্লাল হোসেন খন্দকার, সহকারী পরিচালক (প্রোগ্রাম) রুহুল আমিন বাশির, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সিনিয়র সাংবাদিক নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, গাজী মমিনসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন,”প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চিহ্নিত দশটি পেশার মানুষকে প্রশিক্ষণ, সহায়তা ও সুযোগ-সুবিধার মাধ্যমে জীবনমান উন্নয়নে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। এ প্রকল্পের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এসব জনগোষ্ঠী ইতোমধ্যে অনেকখানি এগিয়ে এসেছে। আশা করছি দ্বিতীয় ধাপের কার্যক্রম সরকারের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন,”আপনাদের পেশা হারিয়ে গেলে আমাদের ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাবে। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি কাজে লাগিয়ে এসব পেশার মানোন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি আগামী প্রজন্মকেও এই পেশা সম্পর্কে জানাতে ও শেখাতে হবে। প্রযুক্তির যুগেও আপনাদের অভিজ্ঞতা ও দক্ষতার মূল্য অপরিসীম।”

প্রতিবেদক : শিমুল হাছান, ২৬ আগস্ট ২০২৫