খেলাধুলা

পেশাদার র‌্যাম্পে জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা

ফ্যাশন শোতে শোস্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটলেন জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা। সোনালি রঙা গাউন পরে পেশাদার র‍্যাম্প মডেলদের মতোই ক্যাটওয়াকে আলো ছড়ালেন তিনি।

গতকাল শনিবার রাতে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে চুলের যত্নের পণ্য সানসিল্কের নতুন গোলাপি, কালো, বেগুণি ও ধূসর চার রঙের মোড়ক উন্মোচন করা হয়। চার রঙা পোশাক পরে মঞ্চে ক্যাটওয়াক করেন মডেলরা। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম ‘অল থিংস হেয়ার’-এর আনুষ্ঠানিক যাত্রা হয় এদিন। জমকালো আয়োজনে এই মঞ্চে ক্যাটওয়াক করেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার জাহানারা।

এ আয়োজনে শোস্টপার ছিলেন চারজন। অন্য তিনজন হলেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে ক্রিকেটার জাহানারার উপস্থিতি ঘুরেফিরে আলোচিত হলো গোটা আয়োজনে। ক্যাটওয়াকের পাশাপাশি সম্প্রতি একটি টিভি নাটকে অভিনয় করেছেন জাহানারা। (প্রিয়)

বিনোদন ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:২০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

Share