চাঁদপুর

পেট ব্যথা, মাথা ব্যাথা কোনো অযুহাত চলবে না : মায়া চৌধুরী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি চাঁদপুরের সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ‘পেট ব্যথা, মাথা ব্যথা কোনো অযুহাত কাজের ক্ষেত্রে চলবে না, আপনারা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, সকলেই কাজের প্রতি গুরুত্ব দিন, যার যার অবস্থানে থেকে প্রত্যেক কাজগুলোকে আয়ত্বে এনে সমাপ্ত করার চেষ্টা করুন’

রোববার (২৮ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাৎ হোসেনের পরিচালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুম মোস্তফা তালুকদার প্রমুখ।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আমরা সব বিষয়ে সতর্ক রয়েছি, চাঁদপুর অন্যান্য জেলার চেয়ে অনেক এগিয়ে রয়েছে, সার্বিক বিষয় চিন্তা করলে, অন্য জেলার থেকে আমাদের অবস্থান অনেক এগিয়ে। এ প্রশংসার দাবিদার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। দলীয় নেতাদের সহযোগিতা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও সংশ্লিষ্ট সকলের জন্য এটা সম্ভব হয়েছে।’

এ ব্যপারে তিনি সকলকে অভিনন্দন জানান।

ঈদে ঘরেফেরা যাত্রীদের প্রসঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আসছে পবিত্র ঈদুর আযহায় ঈদ ঘরমুখো মানুষ যে রাস্তাগুলো দিয়ে চলাফেরা করবে, সে রাস্তাগুলো দ্রুত সংস্কার করে ফেলুন। কোরাবনির ঈদটা বেশিরভাগ মানুষই তাদের নিজ নিজ গ্রামে ঈদের আনন্দ উপভোগ করেন। এবারো তার ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। তারা আমাদের থেকে তিনটি জিনিস চেয়ে থাকনে- ১) বিদ্যুৎ- মানুষ আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন তো বিদ্যু ছাড়া চলতে পারি না ২) রাস্তাঘাট, শান্তিপূর্ণভাবে আসা এবং শান্তিপূর্ণভাবে যাওয়া।

বিদ্যুতের ডিজিএমের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা অনেক অযুহাত দেখান, এখন তো আর লোডশেডিং থাকতে পারে না। ৩ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াটে উত্তীর্ণ করা হয়েছে। বিদ্যুৎ বিষয়ে চাঁদপুরের অবস্থা অনেক খারাপ। ২-৩ ঘণ্টা কিংবা আধা ঘণ্টা হলে মেনে নিতে পারি। কিন্তু চাঁদপুরে যে স্টেশনটা আছে এটা বন্ধ বা খারা, এটা গ্রামের লোকদেরকে বুঝানো হয়। তারা তো খবর রাখতে পারে না, স্টেশন বন্ধ না খোলা। গ্রামে কিছু কিছু যায়গায় ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এখানে যারা দায়িত্বশীল তারা অযুহাত দিয়ে বসে থাকে।’

জনপ্রতিনিধিদের প্রতি উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আপনারা বসে থাকবেন না, আপনাদেরকে কাজের প্রতি আরো গুরুত্ব দিতে হবে, আপনারা শুধু প্রশাসনের দিকে চেয়ে থাকেন, প্রশাসন একা যে কাজগুলো করে, তার অংশীদার আপনারাও। যদি প্রশাসনের সাথে সহায়তা করে এর কিছু পরিমানও কাজ করতেন তাহলে এর প্রভাব অনেক দূর এগিয়ে যেতো। আশা করি আপনার প্রত্যেক ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করবেন।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে, ‘বাংলাদেশের মধ্যে ৮০% জনপ্রতিনিধি ক্ষমতাসীন দলের। সকল কাজের ক্ষেত্রে গুরুত্ব রেখে কাজ করবেন। আগে নিজেরা ভালো হন, তারপর প্রশাসনের প্রতি চেয়ে থাকবেন। ডিসি এসপি যেভাবে কাজ করেন, উপজেলাগুলোতে যদি ইউএনও এবং জনপ্রতিনিধিরা কাজ করতেন, তাহলে চাঁদপুরে কোনো সমস্যাই থাকতো না’

দুর্যোগ বিষয়ে মন্ত্রী বলেন, বন্যা, জলোচ্ছ্বাস নিয়ে আমরা সতর্ক রয়েছি, যে কোনো সময় এ ধরণের পরিস্থিতি আমরা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।

: আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম, ২৮ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম
Share