ফেরিতে উঠতে গিয়ে পেঁয়াজ ও রসুনবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় ট্রাকচালক পল্লব আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সাড়ে ১৫ ঘণ্টা পর মঙ্গলবার (৭ মার্চ) বেলা দেড়টায় বিআইডাবি্লউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে পদ্মায় ডুবে যাওয়া ওই ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটে।
বিআইডাবি্লউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের সালথা থেকে ছেড়ে আসা শেরপুরগামী পেঁয়াজ ও রসুনবোঝাই তিন টনের একটি ট্রাক গতকাল সোমবার রাত ১০টার দিকে দৌলতদিয়া সাত নম্বর ঘাটে আসে। পরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাট পন্টুন থেকে পদ্মা নদীতে ডুবে যায়।
এদিকে ঘটনার সাড়ে ১৫ ঘণ্টা পর মঙ্গলবার বেলা দেড়টায় বিআইডাবি্লউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে পদ্মা নদীর তলদেশে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএ-র আরিচা অঞ্চলের নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের যুগ্ম পরিচালক এস এম আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টাইমস ডেস্ক/ ৭ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur