চট্টগ্রামের মিরসরাইয়ে পেঁপের ভেতরে ‘কব্জি’সহ হাতের পাঁচ আঙ্গুলের মত সাদৃশ্য দেখা গেছে। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ৩নং জোরারগঞ্জের একটি বাড়িতে পেঁপে কাটার সময় এই ‘অলৌকিক’ দৃশ্য চোখে পড়ে।
সরেজমিনে রবিবার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামের মকবুল মেম্বার বাড়িতে গিয়ে দেখা যায়, পাকা পেঁপে কাটার পর মাঝখানে ‘কব্জি’সহ পাঁচ আঙ্গুলের স্পষ্ট ছাপের মত দেখাচ্ছে। ‘অলৌকিক’ এ দৃশ্যটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করে।
মকবুল মেম্বার বাড়ির মো. মোস্তফা ভূঁঞা জানান, মেয়ের শ্বশুর তার বাড়ি করেরহাটের পশ্চিমজোয়ার গ্রাম থেকে পাকা পেঁপেটি নিয়ে আসে। খাওয়ার জন্য কাটতে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী পেঁপেটি দেখার জন্য মকবুলের বাড়িতে ভিড় শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী বলেন, ঘটনাটি দেখে সত্যিই আশ্চর্যজনক। পেঁপের মধ্যে এ ধরনের ‘কব্জি’ সদৃশ বস্তু এর আগে কখনোই চোখে পড়েনি। খবর শুনে এলাকার লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৩০ অপরাহ্ন, ০৬ মার্চ ২০১৬, রোববার
এমআরআর