চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়।
২২ ফেব্রুয়ারি বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
=>বিস্তারিত- চাঁদপুরে বোগদাদ বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
নিহতরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৩৫)। আহত হয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার মো. জাহিদ হোসেন (২২)।
অপরদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাসান রাজিব (২২) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে।
২২ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার সুজাতপুর বাজারের মুরাদ মিয়া প্লাজার ছাদে গেলে বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনে সংযোগ ঘটে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
=>বিস্তারিত- মতলবে বিদ্যুৎস্পর্শে ব্যাংক কর্মচারীর মৃত্যু
নিহত হাসান রাজিব ওই বিল্ডিংয়ে আইএফআইসি ব্যাংকের উপশাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। তিনি হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশী গ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের আঃ সোবহানের ছেলে।
অন্যদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে মনিরা বেগম (২২) নামের এক গৃহবধূূ কেরি ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূও মৃত্যু হয়। মনিরা বেগম মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা গ্রামের আব্দুল মান্নান ঢালীর মেয়ে।
=>বিস্তারিত- মতলব উত্তরে স্বামীর সাথে অভিমান গৃহবধূর আত্মহত্যা
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে উপজেলার আইঠাদি মাথাভাঙ্গা গ্রামের রাসেলের সাথে বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে বুধবার সকালে রাসেলের সঙ্গে অভিমান করে পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনিরা। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মনিরা বেগমের মমিন নামে এক বছরের ছেলে রয়েছে।
চাঁদপুর টাইমস প্রতিনিধি, ২২ ফেব্রুয়ারি ২০২৩