পৃথক দু’ঘটনায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম নিন্দা ও শোক জানিয়েছেন। বুধবার (১২ জুলাই) এক প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়।
এর মধ্যে ৫৭ ধারায় দৈনিক প্রথম আলো’র হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম।
এক ব্বিৃতিতে ফোরামের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌস বলেন, অবিলম্বে ৫৭ ধারা প্রত্যাহার করা হোক। তথ্য-প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। ৫৭ ধারা সাংবাদিকদের জন্য বড় ধরনের হুমকি।
অবিলম্বেবিবৃতিতে নেতৃবৃন্দ সরকারের কাছে বিতর্কিত এ ধারা বাতিলের দাবি জানান।
এদিকে দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের বাবা আলহাজ আবদুর রশিদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে ফোরামের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ১০ পিএম, ১২ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ