Home / চাঁদপুর / চাঁদপুরের মেঘনায় পৃথক অভিযানে কারেন্ট জাল জব্দ
চাঁদপুরের মেঘনায় পৃথক অভিযানে কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের মেঘনায় পৃথক অভিযানে কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের পদ্ম ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ১ম দিনে বুধবার(১২ অক্টোবর) হানারচর ও আলুবাজারে পৃথক অভিযানে ৫০ কেজি নিযিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে ।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে হানারচরে অভিযান চালিয়ে ৩০ কেজি ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাইয়ের নেতৃত্বে আলুবাজারে অভিযান চালিয়ে ২০ কেজি নিযিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন।

অভিযান সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই জানান, মা ইলিশ মাছ রক্ষার ১ম দিনে নদীতে ব্যাপক তল্লাশি চালানো হয় । এর মধ্যে জেলা প্রশাসক মহোদয় ৩০ কেজি, আমি ২০ কেজি নিযিদ্ধ কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হই । তবে এ সময় কোন জেলে কিংবা ইলিশ মাছ আটক করা সম্ভব হয়নি । পরে অবৈধ এসব নিযিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ।

তিনি আরো জানান, ম্যাজিস্ট্রেট মাইনুল হক অভিযান চালিয়ে দুটি মাছ ধরার নৌকা আটক করে। মতলব এলাকায় অভিযান চালানো হয়। সদর ইউএনও উদয়ন দেওয়ান ও এসি ল্যান্ড পঞ্জজ বড়–য়ার নেতৃত্বে রাতে পদ্ম-মেঘনায় ব্যাপক অভিযান চালানো হবে ।

উল্লেখ্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত পদ্ম-মেঘনা নদীতে মা ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিযিদ্ধ করেছে সরকার ।

করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৮:১২ পিএম, ১২ অক্টোবর ২০১৬, বুধবার
এইউ

Leave a Reply