চাঁদপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ বিষয়ে জেলা পুলিশ সুপারের সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেল মো. আফজাল হোসেন।
সভায় সিদ্ধান্ত হয় বিগত বছরের ন্যায় এবারো সু শৃঙ্খলভাবে মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন। সকল প্রকারের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি নিতে হবে।
সে জন্য শহরের ৩টি ভ্যানুতে ১৫ ডিসেম্বর পৃথকভাবে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রত্যেক দলের শিক্ষক এবং শিক্ষার্থীরা নির্ধারিত সময় মত মাঠে উপস্থিত হতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের এস ও মো. ফরহাদ উদ্দিন, জেলা ডিপিইও মো. সালাউদ্দিন, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, ওসি মিডিয়া সেল মামুনুর রশিদ, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ৯:৩০ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur