পূর্ব বাকরা সপ্রাবির বার্ষিক পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১৭৫ নং বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০ এপ্রিল বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। ওখানে দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং ইতালি প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ এমরান খান।

তিনি বলেন,আজকের এই কোমলমতি শিশুরাই খেলাধুলার মাধ্যমে দেশের সেরা খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করবে। পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলাধুলা করলে শরীর-স্বাস্থ্য ভাল থাকে এবং মেধা বিকশিত হয়। তিনি আরো বলেন আপনার শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানোই শেষ নয়,বিদ্যালয়ে গিয়ে সন্তানদের খোঁজখবর নিবেন তারা নিয়মিত ক্লাসে যায় কিনা এবং লেখাপড়া করে কিনা। সব দায়-দায়িত্ব শিক্ষকদের উপর ছেড়ে দিলেই চলবে না, অভিভাবকদের অনেক দায়িত্ব রয়েছে।

তিনি আরো বলেন,যে কোন ভাল কাজে আমাকে আপনারা পাশে পাবেন এবং আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা অফিসার নাজমুন নাহার, ইউ আরসির ইন্সট্রাক্টর মোহাম্মদ ছরওয়ার জাহান, মোহাম্মদ মজিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির, মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী ভৌমিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১৭৫ নং পূর্ব বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন সূত্রধর।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফ দীপু। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২০ এপ্রিল ২০২৫

Share