আগামি ২৬ আগস্ট পর্যন্ত সারা দেশেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারে আজ শুক্রবার বৃষ্টির প্রবণতা কম থাকার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে,শনিবার থেকে এ এলাকাগুলোতে আবারও ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার সকালে দেয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
আগামি ৭২ ঘণ্টার পূর্বাভাস বলছে, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও সিলেটের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১৫১ মিলিমিটার।
চাঁদপুর টাইমস
২৩ আগস্ট ২০২৪
এজি