Home / আবহাওয়া / বন্যাকবলিত জেলায় কাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
rain weather

বন্যাকবলিত জেলায় কাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামি ২৬ আগস্ট পর্যন্ত সারা দেশেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারে আজ শুক্রবার বৃষ্টির প্রবণতা কম থাকার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে,শনিবার থেকে এ এলাকাগুলোতে আবারও ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকালে দেয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

আগামি ৭২ ঘণ্টার পূর্বাভাস বলছে, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও সিলেটের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১৫১ মিলিমিটার।

চাঁদপুর টাইমস
২৩ আগস্ট ২০২৪
এজি