Home / উপজেলা সংবাদ / কচুয়া / ৭০ বছর পূর্তি উৎসব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন দ্বিতীয় পুর্নমিলনী উদযাপন
পূর্তি

৭০ বছর পূর্তি উৎসব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন দ্বিতীয় পুর্নমিলনী উদযাপন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যাহী রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৭০ বছর পূর্তি উৎসব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন দ্বিতীয় পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা মিলেছি আজ, মায়ের ডাকে’ এ স্লোগানে রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার দিনভর নানান আয়োজনে এ অনুষ্ঠানের করা হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এমদাদুল হক আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাান অতিথির বক্তব্য দেন, চট্্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ও চেয়ারম্যান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক ডিন প্রফেসর ড. এম. আতিকুর রহমান।

সংগঠনের সাধারন সম্পাদক এস.এম রেজাউল করিম ও সহ-সভাপতি ইঞ্জি, মেজবাহ উদ্দিন আখন্দের যৌথ পরচালনায় বিশেষ অতিথিব বক্তব্য দেন,পেট্রো বাংলার জি.এম মহসিনা আক্তার, অবসরপ্রাপ্ত সচিব কাজী ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী, রোস্তম আলী মাষ্টার, সাবেক শিক্ষার্থী মো. মহিউদ্দিন মজুমদার, মো. আলাউদ্দিন আখন্দ, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুদা আখন্দ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.ছায়েদুর রহমান ও সার্বিক সহযোগিতায় ছিলেন, মাষ্টার নাঈমুল ইসলাম রিয়াজ।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. তাজুল ইসলাম মুজাহিদ, নাজমুল হাসান, আল-আমিন, জহিরুল ইসলাম, সালমা ইসলাম হাঁসি, জহিরুল ইসলাম বাবর, ফরিদা ফরাজী, শরীফুল হক খান প্রমুখ। এ সময় বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, সহ এলাকার গন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঐতিহ্যাহী রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগার স্থাপনের জন্য ৫ টি ল্যাপটপ, একটি প্রিন্টার উপহার দেয়া হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাঠ মাতিয়ে তুলে সাংস্কৃতিক শিল্পীরা ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ নভেম্বর ২০২৫