সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভূইয়ার নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী শহরের নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখরা, কালিবাড়ি মন্দীরসহ বেশ কিছু পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় নেতৃবৃন্দরা মন্দির কমিটি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মালম্বী পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগদ অর্থ অনুদান প্রদান করেন।
এছাড়া নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তরুন দলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবেদক : আশিক বিন রহিম
: : আপডেট, বাংলাদেশ ০৯ : ৪৬ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ শুক্রবার
এইউ