Home / চাঁদপুর / চাঁদপুর জেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়
চাঁদপুর জেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

চাঁদপুর জেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসনের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই।

তিনি বলেন, চাঁদপুর শান্তির শহর। নিরাপত্তায় পূজা মন্ডপে পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে প্রতিটি মন্ডপের কমিটির সদস্য সমন্বয় করে কাজ করবেন। অনেক মন্ডপে নারীদের সাথে ইভটিজিং করা হয়। সেই জন্য নিরাপত্তা কর্মীদের সর্তক থাকতে হবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় চাঁদপুরে যেন শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব পালন করা হয় সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাস চন্দ্র রায়।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় উপস্থিত ছিলেন বিমল চৌধুরী, লক্ষণ চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ০৩ :৫৫ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ রোববার
এইউ

Leave a Reply