চাঁদপুরে দুই শতাধিক পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক পুলিশ

চাঁদপুরে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোর নিরাপত্তায় আরও সতর্ক অবস্থান নিয়েছে জেলা পুলিশ। পার্শ্ববর্তী জেলা কুমিল্লায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জেলার দুই শতাধিক মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, ‘আমরা সতর্ক আছি। আগের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন পুজামণ্ডপগুলো ঘুরে দেখছি। সবার সঙ্গে কথা বলেছি। এখানে পরিস্থিতি শান্ত আছে। যথেষ্ট পুলিশ ফোর্স নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আশা করি, এখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর আশপাশের এলাকায় একটি করে টিম কাজ করছে। কোথাও আবার ৪ থেকে ৫টি মণ্ডপের জন্য একটি করে টিম কাজ করছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স রয়েছে। যেখানে প্রয়োজন হবে তাৎক্ষণিক সেখানে যাবে।’

এদিকে বুধবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব দক্ষিণ উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক দেশ। এদেশের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনে বিশ্বে নজির রেখেছে। দেশে এই ধারা অব্যাহত থাকবে। সকল উৎসব এদেশের জনগণ শান্তিতে পালন করবে। আর একাজে প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

চাঁদপুর জেলার ৮টি উপজেলায় এ বছর ২১১টি মণ্ডপে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩২টি পূজামণ্ডপ, শাহরাস্তি উপজেলার ১৭টি, ফরিদগঞ্জ উপজেলা ১৯টি, হাজীগঞ্জ উপজেলার ২৭টি, হাইমচর উপজেলার ৫টি, মতলব উত্তর উপজেলার ৩০টি, মতলব দক্ষিণ উপজেলার ৩৫টি ও কচুয়া উপজেলার ৪১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস জানান, প্রতিটি পূজামণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। মণ্ডপগুলোতে ভক্তদের উপচেপড়া ভিড় রযেছে। আমরা আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছি।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, পূজামণ্ডপে যেন কোনও ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে।

চাঁদপুর করেসপন্ডেট

Share