আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে শারদীয় দূর্গা উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে চাঁদপুর পৌর পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ সংক্ষিপ্ত আকারে গঠিত এ কমিটি অনুমোদন দেয়।
১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এতে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সংগঠক নেপাল চন্দ্র সাহাকে সভাপতি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সুমন সরকার জয়কে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন,সাংগঠনিক সম্পাদক রজন চন্দ্র দে, দপ্তর সম্পাদক রাজু দে, অর্থ সম্পাদক মানিক সূত্রধর, সহ-অর্থ সম্পাদক শুভ রায়, প্রচার সম্পাদক সুশান্ত ঘোষ, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা।
আগামি ১ মাসের মধ্যে এই কমিটিকে ৫১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা ও সদর উপজেলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
আশিক বিন রহিম
১৩ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur