বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মাঠে ব্যস্ত ব্রাজিলের খেলোয়াড়রা। এর মধ্যে সতীর্থের জন্মদিনে মাঠে কেক নেই তো কি হয়েছে, কেকের উপকরণ ডিম আর ময়দা দিয়েই হলো উদযাপন আর মজা।
মঙ্গলবার অনুশীলনের মাঝে দুষ্টুমিতে ফিলিপে কৌতিনিয়োর ২৬তম জন্মদিন উদযাপন করেছে ব্রাজিল দল।
অনুশীলনের এক পর্যায়ে বিশ্রাম নিচ্ছিলেন কৌতিনিয়ো। এই ফাঁকে নেইমার ডিম ও ময়দা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তার ওপর। প্রথমে মাথায় ডিম ভাঙলেন, তারপর ময়দা ছড়িয়ে দিলেন। একটু পর অন্যরাও যোগ দিলেন এই কাজে।
তবে রেহাই পাননি নেইমারও। মার্সেলো অনেক চেষ্টার পর মাটিতে ফেলেন নেইমারকে। ডিম ভাঙা হলো বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের মাথাতেও।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur