চাঁদপুর মোলহেডে পুলিশ দেখে দৌড়ে পালাল দর্শনার্থীরা

চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ৩ জুলাই শনিবার সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের পুরো শহরজুড়ে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।

বিকেলে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়েছেন দর্শনার্থীরা। পরে পুলিশ মানুষজনকে সরিয়ে পুরো এলাকা খালি করে দেয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে, চাঁদপুর শহরের একমাত্র পর্যটন এলাকা বড়স্টেশন মোলহেড। এখানে সব সময় লোক সমাগম থাকে। কঠোর বিধিনিষেধের মধ্যেও মানুষজন এখানে এসে জড়ো হয়। যে কারণে শনিবার বিকেলে পুলিশ এসে দর্শনার্থীদের সেখান থেকে বের করে দেয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এজন্য বিনোদনকেন্দ্র বন্ধ রয়েছে। তারপরও কিছু মানুষ মোলহেডে যাচ্ছে। লকডাউন চলাকালীন পর্যটন এলাকায় কোনো মানুষ প্রবেশ করতে পারবে না।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী বলেন, আমরা বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছি। পরে পুলিশের সহায়তায় মোলহেডের পুরো জায়গা থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৩ জুলাই ২০২১

Share