চাঁদপুর

চাঁদপুর জেলায় পুলিশ স্বাস্থ্যকর্মীসহ আরো ১৫ জনের করোনা শনাক্ত

চাঁদপুর জেলায় পুলিশ স্বাস্থ্যকর্মীসহ আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসে ১০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি করোনা পজেটিভ, ১টি নেগেটিভ। এছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতালের আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ৯জনের মধ্যে হাইমচরের ১ জন (পুলিশ), ফরিদগঞ্জের ৩জন, শাহরাস্তির ১জন, মতলব দক্ষিণের ২জন, মতলব উত্তরের ২ জন রয়েছেন। এর মধ্যে মতলব উত্তরে শনাক্তকৃত ২ জনের মধ্যে মৃত শামছুল হক (৬২)ও রয়েছেন।

এর বাইরে মতলব আইসিডিআরবি’র আরো ৬জনের করোনা রিপোর্ট পজেটিভ জানা গেছে। তারা স্থানীয়ভাবে তাদের গবেষণা কেন্দ্রে নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিডিআরবিতে পাঠান। মঙ্গলবার তাদের রিপোার্ট পজেটিভ বলে জানা গেছে। তারা মতলব দক্ষিণে অবস্থান করায় জেলার করোনায় আক্রান্তদের মধ্যে তাদের নামও অন্তর্ভুক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭৮। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯জনে।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬৩ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৬২ জন, ফরিদগঞ্জে ৫৭ জন, হাজীগঞ্জে ৫৮ জন, শাহরাস্তিতে ৬৩জন, মতলব দক্ষিণে ৫০ জন, কচুয়ায় ২৮ জন, হাইমচরে ৩১ জন ও মতলব উত্তরে ২৭ জন।

এছাড়া জেলায় মোট ৩৯ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১ জন, হাজীগঞ্জে ১২ জন, কচুয়ায় ৪ জন, ফরিদগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ৩ জন, মতলব উত্তরে ৪ জন ও মতলব দক্ষিণে ১ জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৬ জুন ২০২০

Share