পুলিশ সুপার পদে ৪৫ জনের পদোন্নতি

‎Tuesday, ‎May ‎05, ‎2015  11:06:05 PM

হাসান সাইদুল : 

পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত মঙ্গলবারের প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পদোন্নতি প্রাপ্তরা হলেন মো. ইকবাল (অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, ঢাকা),

মো. সানা শামীনুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার, নৌপুলিশ, ঢাকা),

মো. মোস্তাফিজুর রহমান (পুলিশ সুপার, চলতি দায়িত্বে, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ),

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

মো. হুমায়ুন কবির (অতিরিক্ত পুলিশ সুপার, টিডিএস, ঢাকা),

মো. গিয়াস উদ্দিন আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকা),

মো. আব্দুর রাজ্জাক (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

সাহেলী ফেরদৌস (অতিরিক্ত উপ-কমিশনার, ডিএমপি, ঢাকা),

মোছা. ফরিদা ইয়াসমিন (অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, ঢাকা),

শাহীনা আমিন (অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, ঢাকা),

রোমানা আক্তার (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, টিআর পদে, ঢাকা)

মো. জোবায়েদুর রহমান (পুলিশ সুপার, নীলফামারী),

সাইদুর রহমান খান (অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, ঢাকা),

শাসুন্নাহার (অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা),

মোহাম্মদ সারোয়ার হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, ঢাকা),

মো. আসাদ উল্লাহ চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ কার্যালয়, ঢাকা),

মো. সাজিদ হোসেন (পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, মাদারীপুর অঞ্চল),

বেলাল উদ্দিন (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

ড. একেএম ইকবাল হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকা),

মো. জিয়াউল হক (অতিরক্তি পুলিশ সুপার, এপিবিএন, সদর দফতর, ঢাকা),

মো. মাশরুকুর রহমান খালেদ (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

আলী আহমদ খান (অতিরিক্তি পুরিশ সুপার, পিবিআই, ঢাকা),

মো. নিজাম উদ্দীন (অতিরিক্ত পুলিশ সুপার, জামালপুর),

নাছিমা আক্তার (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা),

মোহাম্মদ শাহ জালাল (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

শ্যামল কুমার মুখার্জী (অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা)

মো. সাজ্জাদুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ),

বিজয় বসাক, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, ফরিদপুর),

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা (অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী),

প্রবীর কুমার রায় (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা),

আ স ম মাহতাব উদ্দিন (অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান),

জয়দেব চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা),

মহিউল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

মো. আনোয়ার হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, সারদা, রাজশাহী),

মোহাম্মদ রাশিদুল ইসলাম খান (অতিরিক্ত পুলিশ সুপার, ৮ম এপিবিএন, সিলেট),

ড. এ এইচ এম কামরুজ্জামান (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা),

সরদার রোকনউজ্জামান (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স),

সরদার রোকনউজ্জামান (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

সুভাষ চন্দ্র সাহা (অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ),

মুনতাসিরুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

মো. মিজানুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ),

এসএম রশিদুল হক (অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী),

সামসুন নাহার (অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকা),

সৈয়দা জান্নাত আরা (অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা),

মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা),

মো. মোকতার হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ)।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :

https://www.facebook.com/chandpurtimesonline/likes

 

Share