চাঁদপুর

অতিরিক্ত পুলিশ সুপার পদে নজরুল ইসলামকে র‌্যাংক ব্যাজ প্রদান

চাঁদপুর সদর এএসপি সার্কেল মো. নজরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় বুধবার(৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

তিনি চাঁদপুর সদর সিনিয়র এএসপি সার্কেল থাকাকালে ২৫ ডিসেম্বর-১৬ তারিখে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

জানা জায়, ১৯৮৭ সালে সাব-ইন্সেপেক্টর পদে চাকরিতে যোগদান করেন। ১৯৯৫ সালে অফিসার ইনচার্জ হিসেবে পদোন্নতি পান। ২০১১ সালে এএসপি পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ চাকরি জীবনে বাংলাদেশ পুলিশ বিভাগে অত্যন্ত সুনামের সহিত তার দায়িত্ব পালন করেছেন ।

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত চাঁদপুর মডেল থানার অফিসার অফিসার ইনচার্জ হিসেবে চাকুরীকালীন সময়ে সাংগঠনিকভাবে চাঁদপুর কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার ক্ষেত্রে তিনি গুরুত্বপুর্ন ভুমিকা রাখেন এবং তার সময়ে দেশব্যাপি চাঁদপুরের কমিউনিটি পুলিশ ব্যাপক সুনাম অর্জন করে ।

ব্যক্তিজীবনে তার স্ত্রী তামান্না আক্তার একজন আদর্শ গৃহীনী এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে । তার গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলার বহুবল উপজেলায় ।

করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৮:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৬, বুধবার
এইউ

Share