বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে মত বিনিময় করেছেন পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম বার),জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী ও পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। এসময় ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
সোমবার বেলা ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম বার) সংগঠনের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদিপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে।

পরে বেলা সাড়ে ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শুভেচ্ছা বিনিময় শেষে কার্যকরী পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে দুপুর ২ টায় চাঁদপুর পৌরসভার হলরুমে পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। এসময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেন পৌর মেয়র।
এ সময় সংগঠনের সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী,সহ সভাপতি এস এম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক,যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,দপ্তর সম্পাদক সজীব খান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ৩ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur