চাঁদপুর

‘পুলিশ রাত জাগে বলেই সাধারণ মানুষ ঘুমাতে পারে’

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম (বার) বলেছেন, ‘পুলিশের একার পক্ষে সমাজের সকল অপরাধ নিমূল করা সম্ভব না। এজন্য সমজের সকল শ্রেণি-পেশার মানুষক এগিয়ে আসতে হবে। পুলিশ রাত জাগে বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমতে পারে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চাঁদপুর সদরের তরপুরচন্ডি জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রকিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, ‘চাঁদপুর সদর উপজেলায় সাড়ে চার লাখ মানুষ বাস করে। মাত্র ৫১ জন পুলিশ এতোগুলো মানুষকে কিভাবে নিরাত্তা দিবে। এজন্য পুলিশ ও জনতাকে এহ হয়ে কাজ করতে হবে। আর সেই লক্ষ্যেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।’

ড. জাবেদ পাটওয়ারী বলেন, ‘জন্ম থেকে কেউ অপরাধী হয় না। তারা সমাজের পরিপার্শ্বিক থেকে অপরাধী হয়। আমাদের বিপদগামী সন্তানদের ফিরিয়ে আনতে পুলিশি ব্যবস্থা চালু হয়েছে। একজন পুলিশকে আগে ভালো মানুষ হতে হয়। ভালো মানুষ না হলে ভালো পুলিশ অফিসার হওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘আপনাদের এলকায় যারা অপরাধ করে তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সবাই মিলে কাজ করলে দেশকে সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। এই দেশটাকা মাদকমুক্ত করার দায়িত্ব আমার, আপনার সকলের। আসুন আমরা সবাই মিলে চাঁদপুরকে সন্ত্রাস মাদক, সন্ত্রাস –জঙ্গিবাদ ও বাল্য বিয়ে মুক্ত জেলা হিসেবে গড়ে তুলি।’

জেলা কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৌ-পুলিশের পুলিশ সুপার সুব্রত হালদাদার, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্ল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা কমিউনিটি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।

এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পদক জিএম শাহীনসহ কমিউনিটি পুলিশিংয়ের অন্যানন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ পিএম, ০৯ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share