চাঁদপুর

চাঁদপুরে ৩২ জন পুলিশ মুক্তিযোদ্ধা রয়েছে : এসপি শামসুন্নাহার

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আজকে যাদেরকে সম্মাননা দেয়া হলো তারা পুলিশে থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। চাঁদপুরে ৩২ জন পুলিশ মুক্তিযোদ্ধা রয়েছে।’

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বেলা ১২ টায় চাঁদপুর পুলিশ লাইন হল রুমে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার শামসুন্নাহার পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার আরো বলেন, ‘আমরা আপনাদের নিয়ে গর্ববোধ করি। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে মুক্তিযোদ্ধার ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলেবেন। যাতে করে আপনার সন্তানরা দেশের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে। আগামি ২২ তারিখে মুক্তিযুদ্ধের বিজয়মেলায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।
বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ ওলি।

সংবর্ধনা প্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত হাবিলদার আব্দুর মান্নান, এসআই (নিরস্ত্র) মো. আমির হোসেন, এসআই (নিরস্ত্র) কাজী রবিউল হক।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share