Home / উপজেলা সংবাদ / হাইমচর / `পুলিশ প্রশাসনের একা জঙ্গি নির্মূল সম্ভব নয়’
`পুলিশ প্রশাসনের একা জঙ্গি নির্মূল সম্ভব নয়'

`পুলিশ প্রশাসনের একা জঙ্গি নির্মূল সম্ভব নয়’

চাঁদপুর জেলা উপ-পরিচালক মো.সামসুজ্জামান বলেছেন, ‘কোনো ধর্মেই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্রয় দেয় না। ইসলামের কোনো অংশেই জঙ্গিবাদদের সমর্থন নেই। জঙ্গি দমনে পুলিশ প্রশাসনের একা নির্মূল করা সম্ভব নয়। পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (২৫ মে )হাইমচরের যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষিত যুবকদের মাঝে দিনব্যাপি জঙ্গিব্দা বিরোধী সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও যুবউন্নয়ন অফিসার তারিক মাহমুদ হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানা ওসি মো.আলমগীর হোসেন, হাইমচর মহাবিদ্যালয়ের প্রভাষক মো.শহিদুল্লা ও প্রশিক্ষিতদের মধ্যে নিশাত নাবিলা প্রমুখ।

প্রতিবেদক :বিএম ইসমাইল
আপডেট, বাংলাদেশ সময় ৮: ২৫ পিএম,২৫ মে ২০১৭, বৃহস্পতিবার
এজি

Leave a Reply